Wellcome to National Portal
বাংলাদেশ কপিরাইট অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে “ কপিরাইট আইন, ২০২৩ এর সীমাবদ্ধতা ও সম্ভাবনা ”-শীর্ষক সেমিনার আয়োজন


প্রকাশন তারিখ : 2024-09-24

প্রেস রিলিজ

 

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে “ কপিরাইট আইন, ২০২৩ এর সীমাবদ্ধতা ও সম্ভাবনা ”-শীর্ষক সেমিনার আয়োজন

 

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ দুপুর০0২.০০ টায় “ কপিরাইট আইন, ২০২৩ এর সীমাবদ্ধতা ও সম্ভাবনা ”-শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে ড. সালমা মমতাজ, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, প্রধান অতিথি এবং জনাব জাফর রাজা চৌধুরী, সাবেক রেজিস্ট্রার অফ কপিরাইটস ও সদস্য, কপিরাইট বোর্ড, বিশেষ অথিথি হিসেবে অংশগ্রহণ করেন।   

সেমিনানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব তাসলিমা জাহান, এ্যাডভোকেট সুপ্রীম কোর্ট অফ বাংলাদেশ (আইপি বিশেষজ্ঞ)। তিনি তার প্রবন্ধে “ কপিরাইট আইন, ২০২৩ এর সীমাবদ্ধতা ও সম্ভাবনা ” সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সৃজনকারীর সৃজনশীল কর্ম সুরক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার অফ কপিরাইটস (অতিরিক্ত সচিব) জনাব মোঃ দাউদ মিয়া, এনডিসি। স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, কপিরাইট ডেপুটি রেজিস্ট্রার (যুগ্মসচিব)। উক্ত সেমিনারে সংশ্লিষ্ট সেক্টরের স্টেকহোল্ডারগণ এবং বাংলাদেশ কপিরাইট অফিসের কর্মকর্তা ও কর্মচারিগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কপিরাইট আইন, ২০২৩ যুগোপযোগিকরণ এবং কপিরাইট বিধিমালা প্রস্তুতের বিষয়ে সবার দৃঢ় আশাবাদ প্রতিফলিত হয়।