Wellcome to National Portal
বাংলাদেশ কপিরাইট অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০২৪

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে “ লোকজ্ঞান এবং সমসাময়িক কপিরাইট নীতি ”-শীর্ষক সেমিনার আয়োজন


প্রকাশন তারিখ : 2024-11-14

প্রেস রিলিজ

 

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে “ লোকজ্ঞান এবং সমসাময়িক কপিরাইট নীতি ”-শীর্ষক সেমিনার আয়োজন

 

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে ১৪ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১০.০০ টায় “ লোকজ্ঞান এবং সমসাময়িক কপিরাইট নীতি”-শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। রেজিস্ট্রার অফ কপিরাইটস (অতিরিক্ত সচিব) জনাব মোঃ দাউদ মিয়া, এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রফেসর ড. মো: রেজাউল করিম, উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়, প্রধান অতিথি এবং প্রফেসর ড. মো: নাফিস আহসান, ডীন, আইন স্কুল, খুলনা বিশ্ববিদ্যালয় ও জনাব পুনম চক্রবর্ত্তী, প্রধান, আইন ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়, বিশেষ অথিথি হিসেবে অংশগ্রহণ করেন।    

সেমিনানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব তাসলিমা জাহান, এ্যাডভোকেট সুপ্রীম কোর্ট অফ বাংলাদেশ (আইপি বিশেষজ্ঞ)। তিনি তার প্রবন্ধে “লোকজ্ঞান এবং সমসাময়িক কপিরাইট নীতি” সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সৃজনকারীর সৃজনশীল কর্ম সুরক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। বিশেষ আলোচক হিসেবে অংশগ্রহণ করেন কাজী মুরাদ হোসনে, সহকারী অধ্যাপক, আইন ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয় এবং মুখ্য আলোচক হিসেবে অংশগ্রহণ করেন জনাব খান মাহবুব, কপিরাইট বিশেষজ্ঞ ও খন্ডকালীন শিক্ষক, মুদ্রণ ও প্রকাশনা অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, কপিরাইট ডেপুটি রেজিস্ট্রার (যুগ্মসচিব)। উক্ত সেমিনারে সংশ্লিষ্ট সেক্টরের স্টেকহোল্ডারগণ এবং বাংলাদেশ কপিরাইট অফিসের কর্মকর্তা ও কর্মচারিগণ অংশগ্রহণ করেন।