সৃজনশীল মানুষের সৃষ্টিশীল কাজের মূল্যায়ন এবং গ্রন্থস্বত্বের ক্ষেত্রে কপিরাইট আইনের আওতায় এনে মেধাশক্তির রক্ষণ, উন্নয়ন, সৃজনশীল কর্মে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে (২৮ সেপ্টেম্বর) শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর নগরীর জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ‘কপিরাইট আইনে মেধাসম্পদের সুরক্ষা নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব শংকর রঞ্জন সাহা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জাফর রাজা চৌধুরী, রেজিস্ট্রার (যুগ্মসচিব), বাংলাদেশ কপিরাইট অফিস। তাছড়া এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভিন্ন কবি সাহিত্যিক, গীতিকার, সুরকার, কন্ঠশিল্পী ও সৃজনশীল মানুষগণ। তারা মনে মনে করেন এরকম অনুষ্ঠান/সেমিনারের মাধ্যমে পাইরেসি রোধ করা সম্ভব হবে।