কপিরাইট অফিসের উত্তম চর্চার তালিকা :
1. কপিরাইট রেজিস্ট্রেশনের জন্য কর্মকর্তা/কর্মচারি পর্যায়ে সুনির্দিষ্ট সময় নির্ধারন;
2. ফেজবুক ফ্যান পেজের মাধ্যমে জিজ্ঞাসার জবাব প্রদান;
3. ওয়েবসাইটে অভিযোগ/মতামত বক্স স্থাপন;
4. কপিরাইট রেজিস্ট্রেশনের ডিজিটাল সার্টিফিকেট প্রনয়ন;
5. “এস এম এস” এর মাধ্যমে আবেদনকারীকে সনদ প্রদানের বার্তা প্রেরণ;
6. ই-মেইলের মাধ্যমে কপিরাইট রেজিস্ট্রেন সংক্রান্ত জিজ্ঞাসা/আপত্তির জবাব প্রদান;
7. কপিরাইট মামলা সংক্রান্ত আদেশ ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ;
8. কপিরাইট সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য কপিরাইট স্টেক হোল্ডারদের নিয়ে প্রশিক্ষণ/সেমিনার/কর্মশালা আয়োজন;
9. অনলাইন রেজিস্ট্রেশন প্রবর্তন;
10. ডিজিটাল সার্টিফিকেটে শিল্পকর্মের ইমেজ সংযোজন;
11. কপিরাইট অফিসের ডিজিটাল লোগোর উদ্ভাবন;
12. কর্মকর্তা/কর্মচারিদের নিত্যনতুন আইডিয়া নিয়ে কর্মসম্পাদনের জন্য ইনোভেশন বক্স স্থাপন।