Wellcome to National Portal
বাংলাদেশ কপিরাইট অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd মার্চ ২০২০

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে “বাংলাদেশের লোক সাংস্কৃতিক অভিব্যক্তি: সনাক্তকরণ ও মূল্যমান” শীর্ষক এক কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2020-03-05

প্রেস রিলিজ

 

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে “বাংলাদেশের লোক সাংস্কৃতিক অভিব্যক্তি: সনাক্তকরণ ও মূল্যমান” শীর্ষক এক কর্মশালা 04 মার্চ ২০২০ তারিখ জাতীয় আরকাইভস ভবন এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার অফ কপিরাইটস জনাব জাফর রাজা চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও World Intellectual Property Organization (WIPO) এর কনসালটেন্ট জনাব আব্দুল হান্নান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন লোক সাংস্কৃতকি অভিব্যিক্তি সনাক্ত, সংগ্রহ, মূল্যায়ন ও সংরক্ষণ সংক্রান্ত বিশেষ র্কমসূচির পরামর্শক ও বিশিষ্ট কবি জনাব মুহম্মদ নূরুল হুদা। কর্মশালায় কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা থেকে নিয়োগকৃত 08 জন  গবেষণা সহকারী,  রাঙ্গামাটি, বান্দরবান ও বিরিশিরি নেত্রকোণার ক্ষুদ্র-নৃগোষ্ঠি সাংস্কৃতিক একাডেমির ০3 জন পরিচালক,  বিভিন্ন ক্ষুদ্র-নৃগোষ্ঠির প্রতিনিধি, আইনজীবী, প্রকৌশলী, লেখক, চলচ্চিত্র নির্মাতা,  বিশ্ববিদ্যালয়ের ছাত্র,  এবং  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার আমন্ত্রিত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। মূল প্রবন্ধে জনাব মুহম্মদ নূরুল হুদা লোক সাংস্কৃতিক অভিব্যক্তি, সনাক্তকরণ ও মূল্যমান নির্ধারন সংক্রান্ত বিভিন্ন বিষয়সমূহ সকলের কাছে সহজ ভাষায় তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুল হান্নান  এ বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন যে, লোক সাংস্কৃতিক অভিব্যক্তি, সনাক্তকরণ ও সংরক্ষণ করা হলে এ খাতে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরীর পাশাপাশি এ সেক্টর থেকে সরকারের অনেক রাজস্ব আদায়ও সম্ভব হবে।  সভাপতির  বক্তব্যে জনাব জাফর রাজা চৌধুরী  লোক সাংস্কৃতিক অভিব্যক্তি, সনাক্তকরণ ও সংরক্ষণের  এবং পরবর্তীতে  এগুলোর কপিরাইট রেজিস্ট্রেশনের লক্ষ্যে  করণীয় সম্পর্কে বিভিন্ন  বিষয় উপস্থাপন করেন। তিনি বলেন, এ প্রকল্পের সাফল্যের ভিত্তিতে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে ইতোমধ্যেই বাংলাদেশ কপিরাইট অফিস হতে দীর্ঘমেয়াদী একটি প্রকল্প গ্রহণের প্রস্তাব মন্ত্রনালয়ে প্রেরণের পরিকল্পনা নেয়া হয়েছে। উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে কর্মশালায় আগত প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। অনুষ্ঠানটি  সঞ্চলনা করেন বাংলাদেশ কপিরাইট অফিসের ডেপুটি রেজিস্ট্রার জনাব রায়হানুল হারুন।