Wellcome to National Portal
বাংলাদেশ কপিরাইট অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ August ২০২০

বাংলাদেশ কপিরাইট অফিসের উদযোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকি উদযাপন


প্রকাশন তারিখ : 2020-08-15

বাংলাদেশ কপিরাইট অফিসের উদযোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর 45তম শাহাদাৎ বার্ষিকি উদযাপন উপলক্ষৌ একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর উপর রচিত যদি রাত পেহালে শোনা যেত শিরোনামের গানটির রচনার পটভূমি গীতিকবি জনাব হাসান মতিউর রহমান উপস্থাপন করেন। এছাড়াও দেশের প্রখ্যাত গীতিকবি জনাব কবির বকুল হাজার সালাম শিরোনামে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ে একটি চমৎকার গান রচনা করেন এবং এর পেছনের গল্প তিনি উপস্থিত সবার সংগে শেয়ার করেন। অধিকন্তু বঙ্গবন্ধুর একটি ছবি 533 মেগাপিক্সেলের ডিজিটাল পোর্টেট করেছেন জনাব ইমরান। তিনি হাইরেজুলেশন এর “দ্যা ফাদার” শিরোনামের ডিজিটাল পোর্টেটটির পেছনের গল্প উপস্থাপন করেন।

বঙ্গবন্ধুর বিষয়ে বাংলাদেশের বহু কবি, গীতিকার, সুরকার, লেখক, চলচ্চিত্রকার ও নাট্যকার অসংখ্য রচনা সৃজন করেছেন। কিন্তু এর পেছনে যে গভীর মমতা, শ্রদ্ধা, ভালোবাসা, আবেগ ও হৃদয়ের কান্না জড়িত রয়েছে, মুলত: তাদের এ উপলব্ধি, অনুভুতি এবং ভালোবাসার কথাগুলোকে ইতিহাসের পাতায় ধরে রাখার জন্যই কপিরাইট অফিসের এই ব্যতিক্রম উদ্দ্যেগ।