Wellcome to National Portal
বাংলাদেশ কপিরাইট অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ডিসেম্বর ২০২১

দিনব্যাপী শহীদ বুদ্ধিজীবী দিবস পালন


প্রকাশন তারিখ : 2021-12-14

প্রেস রিলিজ

দিনব্যাপী শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

আজ ১৪ ডিসেম্বর ২০২১ তারিখ যথাযথ মর্যাদা ও  ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে দিনব্যাপী শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। দিনের শুরুতে রেজিস্ট্রার অফ কপিরাইটস জনাব জাফর রাজা চৌধুরীর নেতৃত্বে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান ও রায়ের বাজারে বুদ্ধিজীবী ম্মৃতিসৌধে পুস্পস্তক অর্পণ ও দাড়িয়ে নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর বেলা 11.00 টায় বাংলাদেশ কপিরাইট অফিসের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের উপর বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগে সংগৃহীত দুর্লভ আলোকচিত্র ও ডকুমেন্টরী নিয়ে এক স্থিরচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় যা সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হয়।  

প্রামাণ্যচিত্র প্রদর্শনী শেষে দুপুর 12.00 টায় এক আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রেজিস্ট্রার অফ কপিরাইটস জনাব জাফর রাজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল খালেক মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কপিরাইট ডেপুটি রেজিস্ট্রার জনাব মুহাম্মদ রায়হানুল হারুন। অনুষ্ঠানে বাংলাদেশ কপিরাইট অফিসের সকল কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকল শহীদ বুদ্ধিজীবীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।