Wellcome to National Portal
বাংলাদেশ কপিরাইট অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জানুয়ারি ২০২৪

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে “সফটওয়্যার প্রণেতাদের মেধাসম্পদ সংরক্ষণে কপিরাইট নিবন্ধনের ভূমিকা ”-শীর্ষক সেমিনার আয়োজন


প্রকাশন তারিখ : 2024-01-24

প্রেস রিলিজ

 

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে “সফটওয়্যার প্রণেতাদের মেধাসম্পদ সংরক্ষণে কপিরাইট নিবন্ধনের ভূমিকা ”-শীর্ষক সেমিনার আয়োজন

 

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে ২৪ জানুয়ারি ২০২৪ তারিখ বেলা ১১.০০ টায় “সফটওয়্যার প্রণেতাদের মেধাসম্পদ সংরক্ষণে কপিরাইট নিবন্ধনের ভূমিকা ”-শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে ড. সালমা মমতাজ, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। 

সেমিনানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিষ্টার এ বি এম হামিদুল মিসবাহ, প্রতিষ্ঠাতা, বাংলাদেশ আইপি ফোরাম ও কপিরাইট, পেটেন্ট ও আইপিআর বিষয়ক উপদেষ্টা, বেসিস। তিনি তার প্রবন্ধে “সফটওয়্যার প্রণেতাদের মেধাসম্পদ সংরক্ষণে কপিরাইট নিবন্ধনের ভূমিকা” সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সৃজনকারীর সৃজনশীল কর্ম সংরক্ষণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল্লাহ, আহ্বায়ক, বেসিস আইপিআর ফোরাম। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার অফ কপিরাইটস (অতিরিক্ত সচিব) জনাব মোঃ দাউদ মিয়া, এনডিসি। স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, কপিরাইট ডেপুটি রেজিস্ট্রার (উপসচিব)। উক্ত সেমিনারে সংশ্লিষ্ট সেক্টরের স্টেকহোল্ডারগণ এবং বাংলাদেশ কপিরাইট অফিসের কর্মকর্তা ও কর্মচারিগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট কপিরাইট সিস্টেম গড়ে তোলার ব্যাপারে সবার দৃঢ় আশাবাদ প্রতিফলিত হয়।