Wellcome to National Portal
বাংলাদেশ কপিরাইট অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জানুয়ারি ২০২৪

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে " আধুনিক বাংলা গান ও এন্ড্রু কিশোর " শীর্ষক সেমিনার


প্রকাশন তারিখ : 2024-01-10

প্রেস রিলিজ

 

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে " আধুনিক বাংলা গান ও এন্ড্রু কিশোর " শীর্ষক সেমিনার

 

বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার ভবনের অডিটোরিয়ামে 10 জানুয়ারি ২০24 তারিখ বিকাল 3.0০ টায় প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে " আধুনিক বাংলা গান ও এন্ড্রু কিশোর " শীর্ষক সেমিনার এর আয়োজন করা হয়। উক্ত সেমিনারে জনাব খলিল আহমদ, সন্মানিত সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।   

বিশেষ অতিথি হিসেবে ড. সালমা মমতাজ, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর উপস্থিত ছিলেন। এছাড়া জনাব জাবেদ আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব ও এন্ড্রু কিশোর এর ঘনিষ্ঠজন, উপস্থিত ছিলেন। কী নোট উপস্থাপন করেন খন্দকার হাসনাত করিম পিন্টু, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও চলচ্চিত্র নির্মাতা। মুখ্য আলোচক ছিলেন এন্ড্রু কিশোর এর সহধর্মিণী জনাব লিপিকা এন্ড্রু। স্বাগত বক্তব্য রাখেন জনাব আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, ডেপুটি রেজিস্ট্রার (উপসচিব)। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোঃ দাউদ মিয়া এনডিসি, রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানে বাংলাদেশ কপিরাইটস এর সংগীত সংক্রান্ত সিএমও (CMO) বিএলসিপিএস এর সিইও জনাব হামিন আহমেদ, গীতিকবি সংগের সাধারণ সম্পাদক জনাব আসিফ ইকবাল, প্রয়াত শিল্পী এন্ড্রু কিশোর ও আইয়ুব বাচ্চুর সহধর্মিণী চন্দনা বাচ্চুসহ,ব্যারিস্টার ওলোরা আফরিন, বিশিষ্ট শিল্পী মনির খান, মণি কিশোর, প্রতীক হাসান, পাওয়ার ভয়েজ এর শামীম, শামীম আরা, অপু, বিশিষ্ট গীতিকার, সুরকার দেবু ভট্টাচার্য, ধ্রুব মিউজিকের কর্ণধার ধ্রুব গুহ ও চলচ্চিত্র নির্মাতাগণ উপস্থিত ছিলেন। শিল্পী ও কলাকুশলীগণ এন্ড্রু কিশোর এর গাওয়া গানের মাধ্যমে স্মরণ করেন এ লিজেন্ড কে।