Wellcome to National Portal
বাংলাদেশ কপিরাইট অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ মার্চ ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও বিশেষ অনুষ্ঠান আয়োজন


প্রকাশন তারিখ : 2021-03-26

প্রেস রিলিজ

স্বাধীনতার  ‍সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও বিশেষ অনুষ্ঠান আয়োজন

 

স্বাধীনতার ‍সুবর্ণজয়ন্তীর শুভ ক্ষণে 26 মার্চ ২০২১ তারিখে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ কপিরাইট অফিসে দিনব্যাপি আলোচনা সভা ও বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। 

জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ কপিরাইট অফিসের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানসূচির কার্যক্রম শুরু হয়। বিশেষ অনুষ্ঠানমালায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে হাড়িভাংগা, পিলো পাসিং, বাস্কেটে বল নিক্ষেপ ও শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক খেলার আয়োজন করা হয়। নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতির পর বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও দর্শনের ওপর কুইজ প্রতিযোগিতা, স্বাধীনতার বিষয় ভিত্তিক উপস্থিত বক্তৃতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচিত কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।  

অনুষ্ঠানের শেষ লগ্নে ছিল মূল আলোচনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান। আলোচনায় বাংলাদেশ কপিরাইট অফিসের কর্মকর্তা ও কর্মচারিগণ অংশগ্রহণ করেন। পরিশেষে বঙ্গবন্ধু ও সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাযাত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।