Wellcome to National Portal
বাংলাদেশ কপিরাইট অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ মে ২০২৪

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে “ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কপিরাইট আইন, ২০২৩ এর প্রয়োগ ও বাস্তবতা ”-শীর্ষক সেমিনার আয়োজন


প্রকাশন তারিখ : 2024-05-23

প্রেস রিলিজ

 

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কপিরাইট আইন, ২০২৩ এর প্রয়োগ ও বাস্তবতা ”-শীর্ষক সেমিনার আয়োজন

 

বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে ২৩ মে ২০২৪ তারিখ সকাল ১০.০০ টায় “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কপিরাইট আইন, ২০২৩ এর প্রয়োগ ও বাস্তবতা”-শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ আবু তাহের, উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথিদ্বয় প্রফেসর বেনু কুমার দে, উপ- উপাচার্য (একাডেমিক), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং প্রফেসর ড. মোঃ সেকান্দার চৌধুরী, উপ- উপাচার্য (প্রশাসন), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিলেন।  

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কপিরাইট বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক জনাব খান মাহবুব । তিনি তাঁর প্রবন্ধে কপিরাইট আইনের প্রয়োগ ও বাস্তবতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সৃজনকারীর সৃজনশীল কর্ম সংরক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করেন। সেমিনারে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুল্লাহ ফারুক, ডীন, আইন অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. রকিবা নবী, সভাপতি, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার অফ কপিরাইটস (অতিরিক্ত সচিব) জনাব মোঃ দাউদ মিয়া, এনডিসি। ধন্যবাদ বক্তব্য প্রদান করেন জনাব আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, কপিরাইট ডেপুটি রেজিস্ট্রার (উপসচিব)। উক্ত সেমিনারে আইন বিভাগের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীগণ ছাড়াও আন্যান্য বিভাগের শিক্ষক এবং স্থানীয় লেখক ও প্রকাশকগণ উপস্থিত ছিলেন।