Wellcome to National Portal
বাংলাদেশ কপিরাইট অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ অক্টোবর ২০২৩

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে প্রত্যন্ত এলাকার সুরকার, গীতিকার ও কন্ঠশিল্পীদের নিয়ে “কপিরাইটের গুরুত্ব ও অনলাইন কপিরাইটের ব্যবহার ”-শীর্ষক কর্মশালা আয়োজন


প্রকাশন তারিখ : 2023-10-25

প্রেস রিলিজ

 

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে প্রত্যন্ত এলাকার সুরকার, গীতিকার ও কন্ঠশিল্পীদের নিয়েকপিরাইটের গুরুত্ব ও অনলাইন কপিরাইটের ব্যবহার ”-শীর্ষক কর্মশালা আয়োজন

 

বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে প্রত্যন্ত এলাকার সুরকার, গীতিকার ও কন্ঠশিল্পীদের নিয়ে বাউল সম্রাট শাহ আবদুল করিম এর নিজ বাড়ি উজানধলের শাহ আবদুল করিম বাউল মঞ্চে ২৫ অক্টোবর ২০২৩ তারিখ সকাল ১০.০০ টায় “কপিরাইটের গুরুত্ব ও অনলাইন কপিরাইটের ব্যবহার ”-শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় জনাব মোঃ দাউদ মিয়া এনডিসি, রেজিস্ট্রার অফ কপিরাইটস, বাংলাদেশ কপিরাইট অফিস প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। 

ওয়ার্কশপে প্রবন্ধ উপস্থাপন করেন জনাব গোলাম মোর্শেদ জুয়েল, স্বত্বাধিকারী, জেডএম স্টুডিও। তিনি তার প্রবন্ধে কপিরাইটের গুরুত্ব ও অনলাইন কপিরাইটের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সৃজনকারীর সৃজনশীল কর্ম সংরক্ষণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদুর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার, দিরাই উপজেলা ও জনাব আলী আহমেদ, চেয়ারম্যান, তাড়ল ইউনিয়ন, দিরাই উপজেলা । অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বাউল সম্রাট শাহ আবদুল করিম এর উত্তরাধিকারী ও একমাত্র পুত্র জনাব শাহ নুর জালাল। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আবদুল তোয়াহেদ, বাউল আব্দুর রহমান, বাউল রনেশ ঠাকুর, দ্রুপদ চৌধুরী নুপুর, বাউল সিরাজ উদ্দিন, জনাব মতিউর রহমান হাসান (পাগল হাসান), জনাব আব্দুল কাইয়ূম, জনাব  রফিকুল ইসলাম, জনাব  মেঘদাদ মেঘ, বাউলিয়ানা ফয়সল প্রমুখ।