Wellcome to National Portal
বাংলাদেশ কপিরাইট অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ এপ্রিল ২০২৪

“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাসম্পদের গুরুত্ব "-শীর্ষক সেমিনার আয়োজন


প্রকাশন তারিখ : 2024-04-23

প্রেস রিলিজ

 

“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাসম্পদের গুরুত্ব "-শীর্ষক সেমিনার আয়োজন

 

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে আন্তর্জাতিক কপিরাইট দিবস উপলক্ষ্যে 23 এপ্রিল ২০২4 তারিখ সকাল 9.০০ টায় " স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাসম্পদের গুরুত্ব"-শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে জনাব খলিল আহমদ, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং কপিরাইট বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ ইমরুল চৌধুরী।

 

সকাল ৯.০০ টায় শোভাযাত্রায় অংশগ্রহণ এর পর  ৯.৩০ মিনিটে রেজিস্ট্রেশন শেষে সকাল ১০.০০ টায় শুরু হয় সেমিনার অনুষ্ঠান। সেমিনারে " স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাসম্পদের গুরুত্ব "সম্পর্কিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব জাফর রাজা চৌধুরী, সাবেক রেজিস্ট্রার অফ কপিরাইটস এবং সদস্য, বাংলাদেশ কপিরাইট বোর্ড। তার উপস্থাপনায় " স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাসম্পদের গুরুত্ব " সম্পর্কে সংশ্লিষ্ট বিষয় গুলো তুলে ধরেন এবং কপিরাইট আইনের যথাযথ প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। সেমিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন কপিরাইট বিশেস্বজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক জনাব খান মাহবুব এবং স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কপিরাইট ডেপুটি রেজিস্ট্রার জনাব আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক (উপসচিব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার অফ কপিরাইটস জনাব মোঃ দাউদ মিয়া, এনডিসি (অতিরিক্ত সচিব)। উক্ত সেমিনারে গীতিকবি সংঘের সভাপতি জনাব সহিদ মাহমুদ জঙ্গি, সাধারণ সম্পাদক জনাব মোঃ আসিফ ইকবাল, একুশে পদক বিজয়ী কন্ঠশিল্পী জনাব সুভ্রদেব, বামবার সভাপতি জনাব হামিন আহমেদ, বিশিষ্ট সুরকার জনাব ফুয়াদ নাসের বাবু, জনাব জয় শাহরিয়ার, জেড এম স্টুডিও এর কর্নধার জনাব জুয়েল মোর্শেদ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর প্রতিনিধি, কপিরাইট সমিতির প্রতিনিধিসহ সংগীত, চলচ্চিত্র, সাহিত্য, শিল্প, ও সফটওয়্যার সেক্টরের স্টেকহোল্ডারগণ এবং লেভেল কোম্পানী অনুপম রেকর্ডিং মিডিয়ার প্রতিনিধি, এমআইবি এর প্রতিনিধি ও বাংলাদেশ কপিরাইট অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারিগণ অংশগ্রহন করেন। এছাড়াও উক্ত সেমিনারে মেধাসম্পদ সূরক্ষা সম্মাননা ২০২3 ঘোষণা করা হয় এবং মেধাসম্পদ সূরক্ষা সম্মাননা ২০২2 প্রাপ্তদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।