Wellcome to National Portal
বাংলাদেশ কপিরাইট অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ মার্চ ২০২১

বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে “মুজিব : একজন অসাম্প্রদায়িক বাঙ্গালীর দর্শন” - শীর্ষক সেমিনার


প্রকাশন তারিখ : 2021-03-17

প্রেস রিলিজ

বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে “মুজিব : একজন অসাম্প্রদায়িক বাঙ্গালীর দর্শন” - শীর্ষক সেমিনার

 

আজ ১৭ মার্চ ২০২১ তারিখ সকাল ১১.০০ টায় বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে কপিরাইট অফিসের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন উপলক্ষ্যে “মুজিব : একজন অসাম্প্রদায়িক বাঙ্গালীর দর্শন” - শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।  

সেমিনারে প্রধান আলোচক হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক তথ্য কমিশনার ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. খুরশীদা বেগম সাঈদ। তিনি তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু কিভাবে সকল বাঙ্গালী জাতিকে একটি অসাম্প্রদায়কি জাতিতে রুপান্তরিত করেছিলেন এর চিত্র তুলে ধরেন। অধ্যাপক খুরশীদা উল্লেখ করেন যে, বঙ্গবন্ধু তৎকালীন ভারতীয় উপমহাদেশের এক গভীর তমাসাচ্ছন্ন চরম সাম্প্রদায়িক পরিবেশে নিজের রাজনৈতিক জীবন শুরু করলেও তিনি ছিলেন বাঙ্গালী সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল আলোক বর্তিকা, অসাম্প্রদায়িক চেতনায় ভাস্বর এক অবিস্মরনীয় ব্যক্তিত্ব। সারা জীবন তিনি সংগ্রাম করেছেন দেশকে ঔপনিবেষিক শৃঙ্খলা মুক্ত করতে আর বাঙ্গালীর স্বাধিকার ও সমাজের সকল শ্রেণীর মানুষের সমতার অধিকার প্রতিষ্ঠায়। তার প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশে তিনি সাম্প্রদায়িক রীতি-নীতি, ধ্যান-ধারনা ও বিধি-বিধানকে সমূলে উৎপাটন করেছিলেন। তাই তিনি রাষ্ট্রের সংবিধান থেকে শুরু করে সকল রাষ্ট্রীয় কার্যক্রমে কোথাও সাম্প্রদায়িক শক্তিকে স্থান দেননি। বাংলাদেশ কপিরাইট অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারির অংশগ্রহণে অনুষ্ঠিত এ সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কপিরাইট অফিসের ডেপুটি রেজিস্ট্রার জনাব মুহাম্মদ রায়হানুল হারুন এবং সভাপতিত্ব করেন  বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার অফ কপিরাইটস জনাব জাফর রাজা চৌধুরী। সেমিনার শেষে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মদিন উদযাপন করা হয়।