প্রেস রিলিজ
বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে “ চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে মেধাসম্পদ সুরক্ষায় উৎকর্ষ সাধন ”-শীর্ষক কর্মশালা আয়োজন
বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে ১২ জুন ২০২৩ তারিখ সকাল ১১.০০ টায় “ চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে মেধাসম্পদ সুরক্ষায় উৎকর্ষ সাধন ”-শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির, প্রকল্প পরিচালক, এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
সকাল ১০.৩০ মিনিটে রেজিস্ট্রেশন শেষে ১১.০০ টায় শুরু হয় কর্মশালার অনুষ্ঠান। কর্মশালায় চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে মেধাসম্পদ সুরক্ষায় উৎকর্ষ সাধন সংক্রান্ত ধারানাসমূহ গ্রুপ লিডার হিসেবে উপস্থাপন করেন জনাব আতিকুল্লাহ, জনাব গোলাম মোর্শেদ জুয়েল, জনাব আব্দুল মাজিদ এবং জনাব খায়রুল হাসান। ওয়ার্কশপে তাদের উপস্থাপনকৃত ধারানাসমূহ যথাযথ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। কর্মশালার সভাপতিত্ব করেন বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার অফ কপিরাইটস জনাব মোঃ দাউদ মিয়া, এনডিসি। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জনাব প্রিয়াংকা দেবী পাল, কপিরাইট ডেপুটি রেজিস্ট্রার। উক্ত কর্মশালয় সংশ্লিষ্ট সেক্টরের স্টেকহোল্ডারগণ এবং বাংলাদেশ কপিরাইট অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারিগণ অংশগ্রহন করেন।