Wellcome to National Portal
বাংলাদেশ কপিরাইট অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জানুয়ারি ২০২২

2021 সনের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যাদি


প্রকাশন তারিখ : 2022-01-02

প্রেস রিলিজ

2021 সনের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যাদি

কপিরাইট রেজিস্ট্রেশনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য যে বিগত 4 বছর অর্থাৎ 2014-2017 সন পর্যন্ত কপিরাইট রেজিস্ট্রেশনের বাৎসরিক গড় সংখ্যা ছিল ৫৯৭টি। এ সংখ্যা 2018 সনে বৃদ্ধি পেয়ে 1795টি হয। এ সংখ্যা ২০19 সনে বৃদ্ধি পেয়ে 3205টি এবং 2020 সনে 3621টি হয়েছে। 2021 সনে কপিরাইট রেজিস্ট্রেশনের লক্ষ্যমাত্রা ছিল 4000টি। কিন্তু কোভিড-19 জনিত মহামারির কারণে লকডাউন কার্যকর থাকায় দুইমাসে অপেক্ষাকৃত কম আবেদন দাখিল হয়। এতদসত্ত্বেও ২০21 সনে এ সংখ্যা ৩698টিতে পৌঁছে।