প্রেস রিলিজ
বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে “ সাহিত্য সংক্রান্ত মেধাসম্পদ সুরক্ষায় অংশীজনদের ভূমিকা ”-শীর্ষক সেমিনার আয়োজন
বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে ২৭ মে ২০২৪ তারিখ সকাল ১০.৩০ টায় “ সাহিত্য সংক্রান্ত মেধাসম্পদ সুরক্ষায় অংশীজনদের ভূমিকা ”-শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে জনাব সাবিনা আলম, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), প্রত্নতত্ত্ব অধিদপ্তর, প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব জাফর রাজা চৌধুরী, সাবেক রেজিস্ট্রার অফ কপিরাইটস এবং সদস্য, বাংলাদেশ কপিরাইট বোর্ড। তিনি সাহিত্য সংক্রান্ত মেধাসম্পদ সুরক্ষায় অংশীজনদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সৃজনকারীর সৃজনশীল কর্ম সংরক্ষণের বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার অফ কপিরাইটস (অতিরিক্ত সচিব) জনাব মোঃ দাউদ মিয়া, এনডিসি। স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, কপিরাইট ডেপুটি রেজিস্ট্রার (উপসচিব)। উক্ত সেমিনারে সংশ্লিষ্ট সেক্টরের স্টেকহোল্ডারগণ এবং বাংলাদেশ কপিরাইট অফিসের কর্মকর্তা ও কর্মচারিগণ অংশগ্রহণ করেন।