Wellcome to National Portal
বাংলাদেশ কপিরাইট অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মে ২০২৩

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে “কপিরাইট নিবন্ধন ও চলচ্চিত্র কর্মের পাইরেসি প্রতিরোধ ”-শীর্ষক সেমিনার আয়োজন


প্রকাশন তারিখ : 2023-05-25
প্রেসরিলিজ
বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে “কপিরাইট নিবন্ধন ও চলচ্চিত্র কর্মের পাইরেসি প্রতিরোধ ”-শীর্ষক সেমিনার আয়োজন
বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে আজ ২৫ মে ২০২৩ তারিখ সকাল ১০.০০ টায়“ কপিরাইট নিবন্ধন ও চলচ্চিত্র কর্মের পাইরেসি প্রতিরোধ ”-শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে জনাব জাফর রাজা চৌধুরী, সদস্য, কপিরাইট বোর্ড প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
সকাল ৯.৩০ মিনিটে রেজিস্ট্রেশন শেষে ১০.০০ টায় শুরু হয় সেমিনার অনুষ্ঠান। সেমিনারে কপিরাইট নিবন্ধন ও চলচ্চিত্র কর্মের পাইরেসি প্রতিরোধ বিষয়সমূহ সম্পর্কিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব প্রিয়াংকা দেবী পাল, কপিরাইট ডেপুটি রেজিস্ট্রার। তার উপস্থাপনায় “কপিরাইট নিবন্ধন ও চলচ্চিত্র কর্মের পাইরেসি প্রতিরোধ” সম্পর্কে সংশ্লিষ্ট বিষয় গুলো তুলে ধরেন এবং কপিরাইট আইনের যথাযথ প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। সেমিনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার অফ কপিরাইটস জনাব মোঃ দাউদ মিয়া, এনডিসি। উক্ত সেমিনারে চলচ্চিত্র সেক্টরের স্টেক হোল্ডারগণ এবং বাংলাদেশ কপিরাইট অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারিগণ অংশগ্রহন করেন।