Wellcome to National Portal
বাংলাদেশ কপিরাইট অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ নভেম্বর ২০২২

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে “দেশীয় সফটওয়্যার কর্মের কপিরাইট রেজিস্ট্রেশন এবং পাইরেসি বন্ধকরণে অংশীজনদের সচেতনতা ”-শীর্ষক ওয়ার্কশপ আয়োজন


প্রকাশন তারিখ : 2022-11-12

প্রেস রিলিজ

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে  “দেশীয় সফটওয়্যার কর্মের কপিরাইট রেজিস্ট্রেশন এবং পাইরেসি বন্ধকরণে অংশীজনদের সচেতনতা ”-শীর্ষক ওয়ার্কশপ আয়োজন

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে আজ ১২ নভেম্বর ২০২২ তারিখ দুপুর ১২.০০ টায় “দেশীয় সফটওয়্যার কর্মের কপিরাইট রেজিস্ট্রেশন এবং পাইরেসি বন্ধকরণে অংশীজনদের সচেতনতা ”-শীর্ষক এক ওয়ার্কশপের আয়োজন করা হয়। ওয়ার্কশপে জনাব ফরিদ আহমদ ভুঁইয়া, মহাপরিচালক, জাতীয় আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।   

 

বেলা ১১.৩০ মিনিটে রেজিস্ট্রেশন শেষে দুপুর ১২.০০ টায় শুরু হয় ওয়ার্কশপ অনুষ্ঠান। ওয়ার্কশপে দেশীয় সফটওয়্যার কর্মের কপিরাইট রেজিস্ট্রেশন এবং পাইরেসি বন্ধকরণে অংশীজনদের সচেতনতা বিষয়সমূহ সম্পর্কিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোঃ আতিকুল্লাহ, সিইও, ইপশিতা কম্পিউটারর্স প্রাঃ লিঃ এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সি.এল.এ.পি সার্ভিসেস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: খায়রুল হাসান। তাদের উপস্থাপনায় “ দেশীয় সফটওয়্যার কর্মের কপিরাইট রেজিস্ট্রেশন এবং পাইরেসি বন্ধকরণে অংশীজনদের সচেতনতা ” সম্পর্কে সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন এবং কপিরাইট আইনের যথাযথ প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। ওয়ার্কশপে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বেসিসের আইপি ফোরামের চেয়ারম্যান জনাব মোঃ আমিনুল্লাহ এবং স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কপিরাইট ডেপুটি রেজিস্ট্রার জনাব প্রিয়াংকা দেবী পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার অফ কপিরাইটস জনাব মোঃ দাউদ মিয়া, এনডিসি। উক্ত ওয়ার্কশপে সফটওয়্যার সেক্টরের স্টেকহোল্ডারগণ এবং বাংলাদেশ কপিরাইট অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারিগণ অংশগ্রহন করেন।