Wellcome to National Portal
বাংলাদেশ কপিরাইট অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st অক্টোবর ২০১৮

কপিরাইট আইন ও উদ্ভাবন


প্রকাশন তারিখ : 2018-10-31

গত ৩০ অক্টোবর ২০১৮ তারিখ সকাল ০৯:৩০ মিনিটে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR) এর সম্মেলন কক্ষে “কপিরাইট আইন ও উদ্ভাবন” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় মূলতঃ উদ্ভাবন বিষয়ে কপিরাইট রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা সংক্রান্ত প্রবন্ধ উপস্থাপিত হয়। BCSIR এর মোট ১৩০ জন গবেষণা কর্মী, প্রকৌশলী ও ইনোভেশন সংশ্লিষ্ট কর্মকর্তাগন এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সভায় উদ্ভাবনের ক্ষেত্রে কপিরাইট রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা ও ভূমিকা সংক্রান্ত প্রবন্ধ উপস্থাপন করেন রেজিস্ট্রার অফ কপিরাইট, জনাব জাফর রাজা চৌধুরী। প্রবন্ধে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ এশিয়ার মধ্যে সবচেয়ে কম উদ্ভাবনকারী দেশ হিসেবে ওয়ার্ল্ড ইনোভেশন ইনডেক্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। বাংলাদেশে সৃজিত উদ্ভাবনসমূহকে কপিরাইট অথবা পেটেন্ট হিসেবে রেজিস্ট্রেশন না করা এর অন্যতম কারণ। এজন্য তিনি উপস্থিত গবেষক ও উদ্ভাবনকারীগণকে তাদের উদ্ভাবনগুলোকে কপিরাইট রেজিস্ট্রেশন করার আহবান জানান। উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন BCSIR এর চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ, সচিব, জনাব খলিলুর রহমান এবং বোর্ডের সদস্য ও পরিচালকবৃন্দ।