কপিরাইট অফিস
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
সিটিজেনস চার্টার
1. ভিশন ও মিশন
ভিশন : সৃজনশীল কর্মের মেধাস্বত্ব সচেতন মানুষ।
মিশন : সেবা সংক্ষণের মাধ্যমে সৃজনশীল মানুষের মেধাস্বত্বের বিকাশ ও উৎকর্ষ সাধন।
2. সেবা প্রদান প্রতিশ্রুতি
২.১) নাগরিক সেবা
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী,ফোন নম্বর ও ই-মেইল) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
১. |
সৃজনশীল কর্মের রেজিস্ট্রেশন প্রদান করা |
নির্ধারিত ফরমে আবেদন আহবান। (ফরম-২) |
১. নির্ধারিত আবেদন ফরমের পূরণকৃত তিন কপি। আবেদনের ফরমের লিংক : .gov.bd/site/page/2b3a7d29- 9491-4e48-802e-f313337f623d/- ২. সৃজনশীল কর্মের দুটি কপি (প্রয়োজনে দুটি সফটকপি)। 3. ১০০০/- টাকা ট্রেজারী চালানের মূল কপি সহ একটি ফটোকপি। ৪. কর্মটি মৌলিক মর্মে আদালতে কোন মোকদ্দমা বিচারাধীন নেই এবং প্রদত্ত তথ্য নির্ভুল ঘোষণা সংবলিত কার্টিজ পেপারে ঙ্গীকারনামা। ৫. হস্তান্তর সূত্রে মালিক হলে ৩০০/- (তিনশত) টাকার নন- জুডিশিয়াল স্ট্যাম্পে কপিরাইট হস্তান্তর দলিল। ৬. বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণের জন্য আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্টের সত্যায়িত ফটোকপি। ৭. পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িতছবি |
বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোন শাখায় ১-৩৪৩৭-০০০০-১৮৪১ কোড নম্বরে কপিরাইট রেজিস্ট্রোশনের ফি বাবদ ১০০০/-(এক হাজার) টাকা ট্রেজারী চালান করে তার মূল কপি জমা । |
রেজিস্ট্রেশনের জন্য আবেদন ও হার্ডকপি দাখিল করার পর সর্বোচ্চ ৬০ (ষাট) কার্য দিবস এবং কমপক্ষে ৩০ কর্ম দিবস পর।
|
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
২. |
কপিরাইট রেজিস্টার বা বালামে অন্তর্ভুক্ত বিষয় সর্ম্পকে তথ্য প্রদান |
রেজিস্ট্রার অব কপিরাইট বরাবর আবেদন আহবান।
|
১. কর্মের নাম ও রেজিস্ট্রেশন নম্বরসহ আবেদন পত্র। ২. ৩০০/- টাকার ট্রেজারী চালানের মূল কপি।
|
বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোন শাখায় ১-৩৪৩৭- ০০০০-১৮৪১ কোড নম্বরে কপিরাইট রেজিস্টার বা বালামে অন্তভুক্তির বিষয় সর্ম্পকে তথ্য প্রদানের ফি বাবদ ৩০০/-(তিন শত) টাকা ট্রেজারী চালান করে তার মূল কপি জমা । |
১৫ কর্ম দিবস |
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
৩. |
কপিরাইট রেজিস্ট্রেশন সংক্রান্ত কোন বিষয়ে আপত্তি উত্থাপিত হলে তার মিমাংসা । |
উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি গ্রহণের মাধ্যমে।
|
১. প্রত্যেক পক্ষের দাবীর স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র। ২. শুনানির সময়সীমা বর্ধিতকরণের ক্ষেত্রে ৩০০/- টাকার ট্রেজারী চালানের মূল কপি।
|
১.শুনানীর জন্য কোন ফি এর প্রয়োজন নাই। ২.কিন্তু কোন পক্ষের শুনানির তারিখ বর্ধিতকরণের আবশ্যকতা হলে তার চাহিত আবেদনে তাকে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোন শাখায় ১-৩৪৩৭- ০০০০-১৮৪১ কোড নম্বরে শুনানির সময় বর্ধিতকরণের ফি বাবদ ৩০০/-(তিন শত) টাকা ট্রেজারী চালান করে তার মূল কপি জমা দিতে হবে। |
উভয় পক্ষের উপস্থিতি সাপেক্ষে সময় নির্ধারিত হয়ে থাকে। |
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
৪ |
কপিরাইট রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিক তথ্য দান। |
হেল্পডেস্ক ও হেল্পলাইনের মাধ্যমে। |
কপিরাইট অফিসের হেল্পডেস্কে সরাসরি উপস্থিতির মাধ্যমে অথবা হেল্পলাইন নম্বর +৮৮- ০১৫১১- ৪৪০০৪৪ |
বিনামূল্যে |
প্রতিকর্মদিবসে সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যনত্ম। |
হেল্প ডেস্কে দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি হেল্প লাইন : 01511440044 |
৫ |
কপিরাইট সোসাইটি/সমিতি নিবন্ধণ |
নির্ধারিত ফরমে আবেদন আহবান।(ফরম-৮) |
১.পূরণকৃত নির্ধারিত আবেদন ফরম. ২. ৫০০০/- টাকার ট্রেজারী চালানের মূল কপি। ৩. সংগঠনের সংঘ স্মারক ও সংঘ বিধির একটি কপি ৪. পরিচালনা পর্ষদের সদস্য হিসাবে কাজ করার উদ্দেশ্য,আবেদনে উল্লেখিত ব্যক্তিগণের লিখিত সম্মতি ৫. আবেদনের উদ্দেশ্য সম্বলিত একটি ঘোষণা |
বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোন শাখায় ১-৩৪৩৭- ০০০০-১৮৪১ কোড নম্বরে কপিরাইট সোসাইটি/সমিতি নিবন্ধণের ফি বাবদ ৫০০০/-(পাঁচ হাজার) টাকা ট্রেজারী চালান করে তার মূল কপি জমা |
সরকার রেজিস্ট্রার কর্তৃক আবেদনপত্র প্রাপ্তির ৩ (তিন) মাসের মধ্যে আবেদন নিবন্ধনভুক্ত কিংবা বাতিল করবেন। |
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
৬. |
অপ্রকাশিত বাংলাদেশী কর্মের লাইসেন্স প্রদান |
নির্ধারিত ফরমে আবেদন আহবান। |
১.পূরণকৃত নির্ধারিত আবেদন ফরম। আবেদনের ফরমের লিংক : .gov.bd/site/pag e/2b3a7d29- 9491-4e48- 802e- f313337f623d/- ২. ৮০০/- টাকার ট্রেজারী চালানের মূল কপি। সংশ্লিষ্ট কর্মের ২ কপি |
বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোন শাখায় ১-৩৪৩৭ -০০০০-১৮৪১ কোড নম্বরে অপ্রকাশিত বাংলাদেশী কর্মের লাইসেন্স প্রদান এর ফি বাবদ ৮০০/ -(আট শত) টাকা ট্রেজারী চালান করে তার মূল কপি জমা দিতে হবে। |
|
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
৭. |
কপিরাইট রেজিস্টারে নিবন্ধিত বিষয়াবলীতে পরিবর্তন করা। |
নির্ধারিত ফরমে আবেদন আহবান। (ফরম-৩) |
১. পূরণকৃত নির্ধারিত আবেদন ফরম ২. ৩০০/- টাকার ট্রেজারী চালানের মূল কপি।
|
বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোন শাখায় ১-৩৪৩৭- ০০০০-১৮৪১ কোড নম্বরে কপিরাইট রেজিস্টারে নিবন্ধিত বিষয়াবলীতে পরিবর্তনের ফি বাবদ ৩০০/-(তিন শত) টাকা ট্রেজারী চালান করে তার মূল কপি জমা । |
যৌক্তিক সময় |
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
৮ |
কপিরাইটের স্বত্ব নিয়োগ/চুক্তিপত্র নিবন্ধন।
|
নির্ধারিত ফরমে আবেদন আহবান
|
১. পূরণকৃত নির্ধারিত আবেদন ফরম ২. ৮০০/-টাকার ট্রেজারী চালানের মূল কপি |
বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোন শাখায় ১-৩৪৩৭ -০০০০-১৮৪১ কোড নম্বরে কপিরাইটের স্বত্ব নিয়োগ/নির্ধারণের নিবন্ধীকরনের ফি বাবদ ৮০০/-(আট শত) টাকা ট্রেজারী চালান করে তার মূল কপি জমা । |
রেজিস্ট্রেশনের জন্য আবেদন ও হার্ডকপি দাখিল করার পর সর্বোচ্চ ৬০ কর্ম দিবস |
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
৯ |
কপিরাইট অফিস হতে রেজিস্ট্রারের হেফাজতে থাকা কোন সরকারী দলিল এর সত্যায়িত কপি প্রদান। |
রেজিস্ট্রার বরাবর আবেদন |
১.আবেদনপত্র ২. ৩০০/- টাকার ট্রেজারী চালানের মূল কপি।
|
বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোন শাখায় ১-৩৪৩৭- ০০০০-১৮৪১ কোড নম্বরে কপিরাইট রেজিস্ট্রারের হেফাজতে থাকা সরকারী দলিল এর সত্যায়িত কপি পাওয়ার ফি বাবদ ৩০০/-(তিন শত) টাকা ট্রেজারী চালান করে তার মূল কপি জমা । |
১৫ কর্ম দিবস |
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
১০ |
রেজিস্ট্রার অফ কপিরাইটসের আদেশ এর বিরুদ্ধে কপিরাইট বোর্ডে আপীল । |
১. রেজিস্ট্রার বরাবর আবেদন ২. ২০০০/- টাকার ট্রেজারী চালানের মূল কপি। |
১. আবেদনপত্র ২. ২০০০/- টাকার ট্রেজারী চালানের মূল কপি।
|
বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোন শাখায় ১-৩৪৩৭ -০০০০-১৮৪১ কোড নম্বরে কপিরাইট বোর্ডে আপীল এর ফি বাবদ ২০০০/- (দুই হাজার) টাকা ট্রেজারী চালান করে তার মূল কপি জমা |
রেজিস্ট্রারের আদেশ প্রদানের তারিখ হতে ৩ (তিন) মাসের মধ্যে আপীল করতে হবে। (বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার উপর নির্ভর করে)
|
কপিরাইট বোর্ড |
১১ |
বিভিন্ন কর্ম পুর্নমুদ্রণ/ প্রকাশের লাইসেন্স প্রদান। |
আবেদন আহবান |
১.আবেদনপত্র ২. ১৫০০/- টাকার ট্রেজারী চালানের মূল কপি। |
বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোন শাখায় ১-৩৪৩৭- ০০০০-১৮৪১ কোড নম্বরে পূনর্মুদ্রণ/প্রকাশের লাইসেন্স পাওয়ার ফি বাবদ ১৫০০/- (পনেরো শত) টাকা ট্রেজারী চালান করে তার মূল কপি জমা । |
যৌক্তিক সময় |
কপিরাইট বোর্ড |
১২ |
চলচ্চিত্রের পূর্নমুদ্রণ/প্রকাশের লাইসেন্স |
আবেদন আহবান |
১.আবেদনপত্র ২. ৩০০০/- টাকার ট্রেজারী চালানের মূল কপি। |
বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোন শাখায় ১-৩৪৩৭- ০০০০-১৮৪১ কোড নম্বরে পূনর্মুদ্রণ/প্রকাশের লাইসেন্স পাওয়ার ফি বাবদ ৩০০০/- (তিন হাজার) টাকা ট্রেজারী চালান করে তার মূল কপি জমা |
যৌক্তিক সময় |
কপিরাইট বোর্ড |
১৩ |
কপিরাইট লঙ্ঘনকারী কপিসমূহের অনুপ্রবেশ রোধ |
১.নির্ধারিত ফরমে আবেদন। (ফরম-৬) ২. ১৬০০০/- টাকার ট্রেজারী চালানের মূল কপি। |
১.নির্ধারিত ফরমে আবেদনপত্র ২. ১৬০০০/- টাকার ট্রেজারী চালানের মূল কপি। |
বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোন শাখায় ১-৩৪৩৭- ০০০০-১৮৪১ কোড নম্বরে কপিরাইট লঙ্ঘনকারী কপিসমূহের অনুপ্রবেশ রোধের ফি বাবদ ১৬০০০/- (ষোল হাজার) টাকা ট্রেজারী চালান করে তার মূল কপি জমা |
যৌক্তিক সময় |
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
১৪ |
কোন ভাষায় সাহিত্য ও নাট্যকলা বিষয়ক কর্মের অনুবাদ প্রকাশ ও উপাস্থাপণ এর লাইসেন্স |
১.নির্ধারিত আবেদন ফরমে আবেদন(ফরম-৪) ২. ১৫০০/- টাকার ট্রেজারী চালানের মূল কপি। |
১.আবেদনপত্র ২. ১৫০০/- টাকার ট্রেজারী চালানের মূল কপি। |
বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোন শাখায় ১-৩৪৩৭- ০০০০-১৮৪১ কোড নম্বরে কর্মের অনুবাদ প্রকাশ ও উপাস্থাপণ এর ফি বাবদ ১৫০০/ -(পনেরো শত) টাকা ট্রেজারী চালান করে তার মূল কপি জমা |
যৌক্তিক সময় |
কপিরাইট বোর্ড |
১৫ |
সূচী / ইনডেকসার হতে উদ্ধৃতি গ্রহণ |
১. কর্মের নাম উল্লেখপূর্বক রেজিস্ট্রার অব কপিরাইট বরাবর আবেদন ২.৩০০/- টাকার ট্রেজারী চালানের মূল কপি |
১. আবেদন পত্র ২.৩০০/- টাকার ট্রেজারী চালানের মূল কপি |
বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোন শাখায় ১-৩৪৩৭- ০০০০-১৮৪১ কোড নম্বরে সূচী/ ইনডেকসার হতে উদ্ধৃতি গ্রহণ এর ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা ট্রেজারী চালান করে তার মূল কপি জমা |
১৫ কর্ম দিবস |
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
১৬ |
নিবন্ধন বই বা সূচী/ইনডেসার হতে উদ্ধৃতির সত্যায়িত কপি প্রদান। |
১. কর্মের নামে উল্লেখপূর্বক রেজিস্ট্রার অব কপিরাইট বরাবর আবেদন ২.৩০০/- টাকার ট্রেজারী চালানের মূল কপি |
১. আবেদন পত্র ২.৩০০/- টাকার ট্রেজারী চালানের মূল কপি |
বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোন শাখায় ১-৩৪৩৭- ০০০০-১৮৪১ কোড নম্বরে সূচী/ ইনডেকসার হতে উদ্ধৃতি গ্রহণ এর ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা ট্রেজারী চালান করে তার মূল কপি জমা |
১৫ কর্ম দিবস |
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
১৭ |
কপিরাইট পরিত্যাগ |
১.নির্ধারিত আবেদন ফরমে আবেদন(ফরম-৫) ২. ১০০০/- টাকার ট্রেজারী চালানের মূল কপি। |
১. নির্ধারিত আবেদন ফরমে আবেদন ২. ১০০০/- টাকার ট্রেজারী চালানের মূল কপি। |
বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোন শাখায় ১-৩৪৩৭- ০০০০-১৮৪১ কোড নম্বরে কপিরাইট পরিত্যাগের ফি বাবদ ১০০০/-(এক হাজার) টাকা ট্রেজারী চালান করে তার মূল কপি জমা |
১৫ কর্ম দিবস |
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
18 |
ই-কপিরাইট |
নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন আহবান। (ফরম-২) |
১.অনলাইনে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে দাখিল। আবেদনের ফরমের লিংক : .gov.bd/site/pag e/2b3a7d29- 9491-4e48- 802e- f313337f623d/- ২.অনলাইনে দাখিলকৃত সৃজনশীল কর্মের 1টি হার্ড কপি। |
বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোন শাখায় ১-৩৪৩৭- ০০০০-১৮৪১ কোড নম্বরে কপিরাইট রেজিস্ট্রোশনের ফি বাবদ ১০০০/-(এক হাজার) টাকা ট্রেজারী চালান করে তার মূল কপি জমা
|
রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার পর সর্বোচ্চ ৬০ (ষাট) কার্য দিবস এবং কমপক্ষে ৩০ কর্ম দিবস পর। |
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
19 |
ইনোভেশন |
ই-কপিরাইট, ই-নথি, ই-মেইল ও ওয়েবসাইট। |
কপিরাইট অফিসের বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন কাঠামো, ২০১৯-২০২০ |
কপিরাইট অফিসের বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন কাঠামো, ২০১৯-২০২০ |
কপিরাইট অফিসের বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন কাঠামো, ২০১৯-২০২০
|
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
20 |
শুদ্ধাচার |
ই-কপিরাইট, ই-নথি, ই-মেইল ও ওয়েবসাইট। |
কপিরাইট অফিসের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণ কাঠামো, ২০১৯-২০২০
|
কপিরাইট অফিসের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম- পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণ কাঠামো, ২২০১৯-২০২০
|
কপিরাইট অফিসের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণ কাঠামো, ২০১৯- ২০২০ |
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
21 |
ই-নথি |
এটুআই কর্তৃক প্রদত্ত নথি ব্যবস্থাপনা |
ই-নথি সিস্টেম |
ই-নথি সিস্টেম |
ই-নথি সিস্টেম |
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
২.২) প্রাতিষ্ঠানিক সেবা
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী,ফোন নম্বর ও ই-মেইল) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
১
|
বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন |
সরকারী আদেশ জারী |
|
বিনামূল্যে |
৩৬৫ দিন |
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
২ |
পদ সৃজন
|
পদ সৃজন পূর্বক তা অনুমোদনের জন্য প্রশাসনিক মন্ত্রণালয়কে সুপারিশ । |
ক) জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের চেকলিস্ট অনুসরন পূর্বক কপিরাইট অফিসের প্রস্তাব খ)অনুমোদিত সাংগঠনিক কাঠামোর কপি ফরম প্রাপ্তি স্থান:জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট |
বিনামূল্যে |
১৯০ কর্মদিবস |
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
3 |
ই-কপিরাইট |
নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন আহবান। (ফরম-২) আবেদনের ফরমের লিংক : https://www. Copyrightoffice .gov.bd/site/page/ 2b3a7d29-9491-4e48-802e- f313337f623d/- |
১.অনলাইনে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে দাখিল। ২.অনলাইনে দাখিলকৃত সৃজনশীল কর্মের 1টি হার্ড কপি।
|
বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকের যেকোন শাখায় ১-৩৪৩৭-০০০০-১৮৪১ কোড নম্বরে কপিরাইট রেজিস্ট্রোশনের ফি বাবদ ১০০০/-(এক হাজার) টাকা ট্রেজারী চালান করে তার মূল কপি জমা |
রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার পর সর্বোচ্চ ৬০ (ষাট) কার্য দিবস এবং কমপড়্গে ৩০ কর্ম দিবস পর। |
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
4 |
ইনোভেশন |
ই-কপিরাইট, ই-নথি, ই-মেইল ও ওয়েবসাইট। |
কপিরাইট অফিসের বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন কাঠামো, ২০১৯-২০২০ |
কপিরাইট অফিসের বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন কাঠামো, ২০১৯-২০২০ |
কপিরাইট অফিসের বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন কাঠামো, ২০১৯-২০২০ |
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
5 |
শুদ্ধাচার |
ই-কপিরাইট, ই-নথি, ই-মেইল ও ওয়েবসাইট। |
কপিরাইট অফিসের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণ কাঠামো, ২০১৯-২০২০ |
কপিরাইট অফিসের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণ কাঠামো, ২০১৯-২০২০ |
কপিরাইট অফিসের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণ কাঠামো, ২০১৯-২০২০ |
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
6 |
ই-নথি |
এটুআই কর্তৃক প্রদত্ত নথি ব্যবস্থাপনা |
ই-নথি সিস্টেম |
ই-নথি সিস্টেম |
ই-নথি সিস্টেম |
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
২.৩) অভ্যন্তরীণ সেবা:
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী,ফোন নম্বর ও ই-মেইল) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
১ |
অর্জিত ছুটি |
সরকারী আদেশ জারী |
(ক) সাদা কাগজে আবেদন পত্র (খ) নির্ধারিত ফরমে (বাংলাদেশ ফরম নং-২৩৯৫) প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রতিবেদন গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে)। প্রাপ্তিস্থান: হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়। গ)রেজিস্ট্রার অব কপিরাইট কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রত্যয়নপত্র (নন গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে) প্রাপ্তিস্থান: কাপরাইট অফিস। |
বিনামূল্যে |
(ক)নন-গেজেটেড কর্মচারিদের ক্ষেত্রে ৫ কর্মদিবস (খ)নন-ক্যাডার গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে ৭ কর্মদিবস (গ)ক্যাডারভূক্ত কর্মকর্তাদের ক্ষেত্রে ৭ কর্ম দিবস। |
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
২
|
অর্জিত ছুটি (বহি:বাংলাদেশ) |
সরকারী মঞ্জুরি আদেশ জারিমোতাবেক প্রাপ্ত আবেদনের ভিত্তিতে প্রধান সহকারী ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রেজিস্ট্রার অব কপিরাইট / মন্ত্রণালয়ে প্রেরণ ।
|
(ক) সাদা কাগজে আবেদন পত্র (খ) নির্ধারিত ফরমে (বাংলাদেশ ফরম নং-২৩৯৫) প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রতিবেদন গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে)। প্রাপ্তিস্থান: হিসাব রড়্গণ কর্মকর্তার কার্যালয়। |
বিনামূল্যে |
(ক)নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে ৫ কর্মদিবস (খ)ক্যাডার/নন ক্যাডার গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে ৭ কর্ম দিবস।
|
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
৩ |
চিত্ত বিনোদন ছুটি |
সরকারী আদেশ জারী মোতাবেক প্রধান সহকারী প্রাপ্ত আবেদনের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ পূর্বক রেজিস্ট্রার অব কপিরাইট/মন্ত্রণালয় বরাবর প্রেরণ।
|
(ক) সাদা কাগজে আবেদন পত্র (খ) নির্ধারিত ফরমে (বাংলাদেশ ফরম নং-২৩৯৫) প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রতিবেদন গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে)। প্রাপ্তিস্থান: হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়। |
বিনামূল্যে |
(ক)নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে ৫ কর্মদিবস (খ)নন ক্যাডার গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে ৭ কর্মদিবস (গ)ক্যাডারভূক্ত কর্মকর্তাদের ক্ষেত্রে ৭ কর্ম দিবস। |
রেজিস্ট্রার অব কপিরাইটস ফোন : ০২২২৩৩১৪৮১৫ ইমেইল: registrar@ Copyright office.gov.bd |
৪ |
সিলেকশন গ্রেড/ টাইম. &a |