Wellcome to National Portal
বাংলাদেশ কপিরাইট অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জুলাই ২০১৯

কপিরাইট রেজিস্ট্রেশন সেবা গ্রহীতাদের জন্য বিশেষ সুবিধা


প্রকাশন তারিখ : 2019-07-09

কপিরাইট রেজিস্ট্রেশন সেবা গ্রহীতাদের জন্য বিশেষ সুবিধা

 

 

কপিরাইট রেজিস্ট্রেশনের জন্য বাংলাদেশ কপিরাইট অফিস কর্তৃক অনলাইন কপিরাইট পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। তদুপরি কপিরাইট রেজিস্ট্রেশনের প্রয়োজনে যে সকল আবেদনকারী দূর-দূরান্ত থেকে আগমন, ব্যক্তিগত ব্যস্ততা, ট্রাফিক জ্যাম বা অন্যবিধ অসুবিধার কারণে বাংলাদেশ কপিরাইট অফিসে সরকারি দৈনন্দিন সময়সূচির মধ্যে আসতে সক্ষম না হন, তারা নির্ধারিত অফিস সময়সূচির পর কিংবা বিশেষ ক্ষেত্রে ছুটির দিনেও কপিরাইট রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে গ্রহণ করতে পারবেনঃ

সেবা গ্রহণকারীকে নির্ধারিত সময়ে সেবা গ্রহণের অপারগতার সুনির্দিষ্ট কারণ উল্লেখসহ কমপক্ষে তিন দিন পূর্বে বাংলাদেশ কপিরাইট অফিসের সংগে ই-মেইল বা টেলিফোনে যোগাযোগ করে সেবা গ্রহণের সময় নির্ধারণ করে নিতে হবে।

 

যোগাযোগ

 

জাফর রাজা চৌধুরী

রেজিস্ট্রার অফ কপিরাইটস

ফোন: ৯১১৯৬৩২

ই-মেইল: registrar@copyrightoffice.gov.bd

হেল্প লাইন নম্বর: 01511440044

 

অথবা

 

জনাব আতিকুজ্জামান

কপিরাইট পরিদর্শক

ই-মেইল: apelllb@gmail.com 

মোবাইল: 0১৯১৫০১২৯৮৫