Wellcome to National Portal
বাংলাদেশ কপিরাইট অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে “ সংগীত বিষয়ক মেধাস্বত্ব সুরক্ষায় অংশীজনদের ভূমিকা ”- শীর্ষক সেমিনার আয়োজন


প্রকাশন তারিখ : 2022-08-24

প্রেস রিলিজ

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে “ সংগীত বিষয়ক মেধাস্বত্ব সুরক্ষায় অংশীজনদের ভূমিকা ”- শীর্ষক সেমিনার আয়োজন

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে আজ 24 আগস্ট ২০22 তারিখ বিকাল 3.0০ টায় “ সংগীত বিষয়ক মেধাস্বত্ব সুরক্ষায় অংশীজনদের ভূমিকা ” শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বিশিষ্ট কন্ঠশিল্পী জনাব মোঃ খুরশিদ আলম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।   

 

বিকাল 03.00 টায় রেজিস্ট্রেশন শেষে বিকাল 3.05 মিনিটে শুরু হয় সেমিনার অনুষ্ঠান। সেমিনার অনুষ্ঠনে মেধাস্বত্বের স্বত্বাধিকারীগণের রয়্যালটি আদায়ের কারিগরি বিষয়সমূহ সম্পর্কিত বক্তব্য উপস্থাপন করেন জনাব জুয়েল মোর্শেদ, স্বত্বাধিকারী, জেডএম স্টুডিও এবং সি.এল.এ.পি সার্ভিসেস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: খায়রুল হাসান। তারা উপস্থাপনায় “ সংগীত বিষয়ক মেধাস্বত্ব সুরক্ষায় অংশীজনদের ভূমিকা ” সম্পর্কে সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন এবং কপিরাইট আইনের যথাযথ প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। সেমিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন নিবন্ধিত কপিরাইট সমিতি বিএলসিপিএস এর নির্বাহী পরিচালক জনাব হামিন আহমেদ এবং স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কপিরাইট ডেপুটি রেজিস্ট্রার জনাব প্রিয়াংকা দেবী পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার অফ কপিরাইটস জনাব মোঃ দাউদ মিয়া, এনডিসি। উক্ত সেমিনারে সংগীত সেক্টরের স্টেকহোল্ডারগণ এবং বাংলাদেশ কপিরাইট অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারিগণ অংশগ্রহন করেন।