Wellcome to National Portal
বাংলাদেশ কপিরাইট অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ ডিসেম্বর ২০১৮

ডিজিটাল বাংলাদেশ দিবস-2018


প্রকাশন তারিখ : 2018-12-13

১২ ডিসেম্বর “ডিজিটাল বাংলাদেশ দিবস-2018”- উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য  ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় অংশগ্রহণ করে এবং ডিজিটাল  বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রার কার্যক্রম হিসেবে নিজেদের ডিজিটাল সেবাসমূহ এই অনুষ্ঠানে প্রদর্শন করে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন ১৭টি প্রতিষ্ঠানের মধ্য থেকে ই-কপিরাইট ডিজিটাল সেবাটিকে এ অনুষ্ঠানে প্রদর্শণের জন্য নির্বাচন করা হয়। উল্লেখ্য যে, গত 23 আগষ্ট 2017 তারিখে কপিরাইট রেজিস্ট্রেশনের আবেদন দাখিলের জন্য ই-কপিরাইট সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর।

এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শণার্থীর আগমন ঘটে এবং  তথ্য প্রযুক্তিসহ অন্যান্য উদ্ভাবন বিষয়ের সৃজনশীল ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কপিরাইট বিষয়ে প্রয়োজনীয় তথ্য এবং অনলাইনভিত্তিক সেবা কার্যক্রম ই-কপিরাইট বিষয়ে ধারণা লাভ করেন। এছাড়া  মেধাসম্পদ সুরক্ষায় কপিরাইটের ভূমিকা বিষয়ে তাঁদেরকে বিস্তারিতভাবে অবহিত করা হয়।