Wellcome to National Portal
বাংলাদেশ কপিরাইট অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd এপ্রিল ২০১৮

কপিরাইট লঙ্ঘনের দায়ে গ্রেফতার ও বই জব্দ


প্রকাশন তারিখ : 2018-04-02
কানাডা প্রবাসী বাংলাদেশী জনাব আলভীন বাগচী ২০১৭ সালে “বাঙলার স্থপতি” নামে একটি গ্রন্থের ৪টি খন্ডের কপিরাইট রেজিস্ট্রেশন করেন। কিন্তু তার অনুমতি ব্যতিরেকে রঙ্গীন ফুল প্রকাশনীর প্রকাশক গোপাল মন্ডল ওরফে জি.এস সাগর ৪টি খন্ডের   ১৬০০ বই বাজারজাত করার উদ্দেশ্যে প্রিন্ট করে তার নিজ বাসা এবং গুদামে জমা করে রাখে। জনাব বাগচী এ মর্মে কপিরাইট অফিসে গত ১১/০২/২০১৮খ্রিঃ তারিখে একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রকাশককে পত্র দেয়া হয়। কিন্তু তার কাছ থেকে কোন জবাব না পাওয়ায় তার বিরুদ্ধে কপিরাইট আইন ২০০০ সালের ৯৩ ধারায় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পত্র দেয়া হয়। পাশাপাশি পুলিশ কমিশনার ও পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাকেও অবহিত করা হয়।
 
উক্ত পত্রের পরিপ্রেক্ষিতে গত ১৩/০২/২০১৮খ্রিঃ তারিখে পুলিশ উক্ত প্রকাশকের বাসা ও গুদামে অভিযান চালিয়ে ১৬০০ বই জব্দ করে এবং কপিরাইট লঙ্ঘনের দায়ে উক্ত প্রকাশককে গ্রেফতার করে।